Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

মাসিক সভার সিদ্ধান্তসমুহঃ

মিটিং নং-২৩

তারিখ ২১-০৭-২০১৭ইং

সময়ঃ-বেলা ১০.০০ঘটিকা

সভার আলোচ্য বিষয়ঃ

 

১.বিগত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন।

২.জম্ন মৃত্যু নিবন্ধন তহবিল হইতে ইউ.পি চেয়ারম্যান ও সদস্য/সদস্যাগনের সম্মানী ভাতা প্রদান প্রসঙ্গে।

৩.২০১৭-২০১৮ইং অর্থ বছরে এল জি এস পি ২ এর আওতার প্রকল্প তালিকা অনুমোদন।

সিদ্ধান্তঃ

সিদ্ধান্ত-১.সভার আলোচনা পযালোচনা করার পর কোন সংশোধনী না থাকায় বিগত সভার কার্য বিবরনী সর্ব সম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হইল।

 

সিদ্ধান্ত-২.সভার বিস্তারিত আলাপ আলোচনা পর জম্ন মৃত্যু নিবন্ধন তহবিল চলতি হিসাব নং ৩৭১ হইতে চেয়ারম্যান সদস্য ও সদস্যাগনের দুই মাসের সম্মানি ভাতা ২৯০৫০.০০টাকা প্রদান করার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত হইল ।

 

সিদ্ধান্ত-৩.সভার বিস্তারিত আলাপ আলোচনাপর ২০১৭-১৮ইং অর্থ বছরে এল.জি.এস.পি ২ এর আওতায় নিম্ন বনিত প্রকল্প সমূহ গৃহীত ও অনুমোদন হইল।

 ১। বীরকাশিমনগর রাস্তায় গোপীর বাড়ীর কাছে প্রটেকশান ওয়াল নির্মান বরাদ্দ ১০০০০০.০০টাকা।

 ২. ডুমরাকান্দা বাজারের উত্তর পূর্ব পাশে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান ১০০০০০.০০টাকা।

 ৩. ক)দক্ষিন সালুয়া চক বাজার রাস্তার মোজাফরের বাড়ীর কাছে ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

    খ) দক্ষিন সালুয়া গ্রাম্য রাস্তার কালনার পার হইতে পূর্ব দিকে প্রভাত ডাক্তারে বাড়ী কাছে ইউ.ড্রেন নির্মাণ ৫০০০০.০০টাকা।

 ৪. জিরা নদীর পুলের পশ্চিম পাশে বীর কাশিমনগর চর পিংগল রাস্তার রেখার বেগমের বাড়ী পাশে ইউ. ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

 ৫. ক) দড়িগাঁও দক্ষিনপাড়া গ্রাম্য রাস্তাল জজ মিয়ার বাড়ীর পাশে ইউ ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

   খ) দড়িগাঁও দক্ষিনপাড়া মেইন রোড সংগ্লন আমীর চান্দের পুকুরে পাশে ইউ.ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

 ৬. চরকামালপুর গ্রাম্য রাস্তার সমসের বাড়ী হতে মঞ্জিলের বাড়ী যাওযার রাস্তার সনজিলের বাড়ীর সামনে ইউ.ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

 ৭. ক) সামছুল হক মেম্বারের বাড়ীর পাশে গ্রাম্য রাস্তায় ইউ. ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

   খ) বাজরা মাঠ হতে গিয়াস উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তায় ইউ ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

 ৮.ডুমরাকান্দা বাজার হতে পূর্ব দিকে সীম লাইল রাস্তায রহিমের জমির পাশে ইউ ড্রেন নিমান ৫০০০০.০০টাকা।

 ৯. ভিটিগাঁও গ্রাম্য রাস্তার শহীদুল্লাহ মিয়ার বাড়ীর পাশে রিং পাইপ স্থাপন ৫০০০০.০০ টাকা।

 ১০. ক) উত্তর সালুয়া আংগুর ডাক্তারের বাড়ী হতে পূর্ব দিকে বুছার বাপের বাড়ীর পুকুর পার পর্যন্ত রাস্তার ইউ ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

     খ) সালুয়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পাকা করন ২০০০০০.০০টাকা।

     গ) সালুয়া ইউনিয়ন পরিষদের সামনের গর্তে মাটি ভরাট ও বৃক্ষায়ন ১২৮১১৩.০০টাকা।

 ১১. ক) মধ্য সালুয়া গ্রাম্য রাস্তার আশরাফ চৌধুরীর বাড়ীর নিকট ইউ,ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

     খ) মিয়া বাড়ীর গোরস্থানের দক্ষিন দিকে আপ্তাব উদ্দিনের বাড়ীর সামনে ইউ. ড্রেন নির্মান ৫০০০০.০০টাকা।

 ১২. দক্ষিন সালুয়া ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ধরপার রাস্তার পুরাতন কালভাট সংস্কার ৫০০০০.০০ টাকা।

         সর্বমোট বরাদ্ধঃ ১২২৮১১৩.০০টাকা।

 

     আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভার উপস্থিত সকলকে ধন্যবাদ জানাইয়া সভার কাজ সমাপ্ত করেন।