Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

মামলার আবেদন

গ্রাম আদালতে মামলার আবেদন পত্রে কি কি তথ্য দিতে হবে?

১। আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে।
২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।
৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৫। ঘটনা, ঘটনা উদ্ভবের কারণ, ঘটনার স্থান ও ইউনিয়ননের নাম, সময়, তারিখ থাকতে হবে।
৬। নালিশ বা দাবির ধরন, মূল্যমান থাকতে হবে।
৭। ক্ষতির পরিমাণ, প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।
১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে।

নমুনা ফরম

রাবর,

       চেয়ারম্যান,

        ১নং সালুয়াইউনিয়ন পরিষদ,

        কুলিয়ারচর,কিশোরগঞ্জ 

মামলা নং-               /২০১৩

 

বাদী                                                                             বিবাদী

 

মোঃছিদ্দিক মিয়া                         ১।হোসেন আলী

পিতাঃ নয়াব আলী                                                  পিতা কাশেম আলী

সাং- মধ্য সালুয়া                                                     গ্রাম- দক্ষিন সালূয়া              

ডাকঘর-ডুমরাকান্দা,কুলিয়ারচর    ।                      ডাকঘর- ডুমরাকান্দা,কুলিয়ারচর,

ঘটনার তারিখঃ          ০২/০৮/২০১৩

সময়ঃ                    রাত১২.০ ঘটিকা

স্থানঃ                      সালুয়া মৌজারনিজস্ব ঘরে।

অভিযোগঃ                অনধিকার প্রবেশ, আঘাত দান ও অনিষ্ট সাধন।

মূল্যায়ন ও দাবীঃ         ৩০০০/-

 

জনাব,

         বিনীত নিবেদন এই যে, গত ০২/০৮/২০১৩ তারিখ শুক্রবাররাত ১২.০ ঘটিকারসময়আসামীগণ আমার স্বত্ব দখলীয় দক্ষিণ দুয়ারী ঘরে অনধিকার প্রবেশ করেআলনায়রক্ষিত ৪টি শাড়ী, ৩টি লুঙ্গী ও ৫টি শার্ট চুরি করে নিয়ে যায়।চোরাইমালেরমূল্য অনুমান ২,০০০/- টাকা হবে। আমি আসামীকে দেখে চিনতে পেরে ডাকচিৎকারকরে পিছু ধাওয়া করলে সে পালিয়ে যায়। আমার চিৎকারে আশেপাশের লোকজনএসেআসামীকে দৌড়ে যেতে দেখে। ঘরে ও উঠানে থাকা জেনারেটরের আলোতে আসামীকে আমিওঅন্যান্য লোকজন চিনতে পারি। 

 

           অতএব, গ্রাম আদালত গঠন পূর্বক বিবাদীদের বিরুদ্ধে সমন প্রদান করে সুবিচার করার জন্য মহোদয়ের বরাবরে বিনীত প্রার্থনা করছি।

 

বাদীর স্বাক্ষর ও তারিখ

 

 

 

দেওয়ানী অভিযোগের দরখাস্তের নমুনা-১

 

বরাবর,

        চেয়ারম্যান,

        ৬নং সালুয়াইউনিয়ন পরিষদ,

        কুলিয়ারচর,কিশোরগঞ্জ

 

মামলা নং-               /২০১৩

 

বাদী                                                                             বিবাদী

 

মোঃছিদ্দিক মিয়া                         ১।হোসেন আলী

পিতাঃ নয়াব আলী                                                  পিতা কাশেম আলী

সাং- মধ্য সালুয়া                                                     গ্রাম- দক্ষিন সালূয়া              

ডাকঘর-ডুমরাকান্দা,কুলিয়ারচর    ।                      ডাকঘর- ডুমরাকান্দা,কুলিয়ারচর,

ঘটনার তারিখঃ          ২০/০৭/২০১৩

সময়ঃ                     সকাল ৯.০০ঘটিকা

স্থানঃ                      বাদীর স্বত্ব দখলীয় ভূমি।

অভিযোগঃ                নিজস্ব সম্পত্তি থেকে বেদখল।

মূল্যায়ন ও দাবীঃ         ৭০০০/-

 

জনাব,

         বিনীত নিবেদন এই যে, আমি সালুয়াইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা।নালিশীসি,এস ২০ খতিয়ানভূক্ত ১৫৫দাগের .০৫শতাংশ জমি আমার পিতার নিকটথেকেওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছি। বিগত ২০/০৭/২০১৩ তারিখেবিবাদীনালিশী ভূমি হতে আমাকে জোর পূর্বক বেদখল করে। নালিশী জমির মূল্য৭০০০/-টাকা। বিবাদী নালিশী ভূমি হতে আমাকে বেদখল করায় আমার অপূরণীয় ক্ষতিহয়েছে।

 

           অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতেগ্রাম আদালত গঠন করে বিবাদীর বিরুদ্ধে সমনপ্রদান করতঃ সাক্ষ্য প্রমানাদিগ্রহণে নালিশী জমির দখল পুনরুদ্ধার ডিক্রীসহন্যায় সংগত আদেশ দিতে মর্জিহয়।

 

বাদীর স্বাক্ষর ও তারিখ